ক্যারিয়ার-এ Personal Branding কতটা জরুরী? জেনে নিন ৩ টি উপকারিতা।

personal branding

এখনকার যুগে personal branding নিয়ে প্রায় বেশিরভাগ business man বা  উদ্দোক্তা দের মাঝে খুব কথা বার্তা চলতেছে।

তারা এখন সবাই চিন্তা করে এই যুগে সুধু মাত্র company বা নিজের business দাড় করানোই যথেষ্ট না। এর সাথে সাথে নিজেকেও একটা brand হিসেবে দাড় করাতে হবে।

আপনি সুধু মাত্র আপনার business এর দিকে নজর দিলে এতে অনেক growth আসবে ঠিকই কিন্তু কি কি কারনে আপনার নিজেকে প্রচার করলে আপনার business বা company এর জন্যে আরোও বেশি লাভ লাভজনক হয় সেগুলো জেনে নেয়া যাকঃ

১। মানুষ company এর চেয়ে আপনার existence বেশি বিশ্বাস করে। অনেক company বা business আছে যারা তাদের product নিয়ে অনেক commitment দিয়ে থাকে ফলে তারা তাদের কথা রাখতে পারে না।

এতে করে মানুষ আর সেই company কে বিশ্বাস করতে চায় না। এরকম অনেক নামি দামি brand আছে তাদেরও বিশ্বাস করতে চায় না।।

কেউ কোন কিছু কিনতে গেলে সবার আগে অন্যের মুখ থেকে শোনা বা ভালো review দেখেই কিনে। যাতে সে পরে যোগাযোগ করতে পারে। তাই company বা business এর পাশাপাশি এর মালিকের প্রচারণা থাকাটা খুবই জরুরি, ব্যাবসার প্রসারের জন্য।

২। আপনার যত বেশি follower থাকবে তত বেশি আপনি মানুষের কাছে পৌছাতে পারবেন, এতে আপনার sell করাটাও সহজ হবে। 

মানুষ এখন সব থেকে বেশি time spend করে social media তে। যত বেশি আপনার follower থাকবে তত বেশি মানুষ আপনাকে চিনবে, তত বেশি মানুষের কাছে আপানার business বা product reach করতে পারবেন। 

৩। Online social media বা আরোও অনেক platform আছে যেগুলোতে আপনি ফ্রি মার্কেটিং করেও আপনার product বা business অনেক মানুষের কাছে reach করতে পারবেন। 

online এ মানুষের আনাগোনা সব থেকে বেশি। এক্ষেত্রে আপনি যদি আপনার business এর পাশাপাশি আপনার নিজেকে highlight করেন তাহলে মানুষ আপনার ব্যাপারে বেশি জানবে, আপনাকে trust করবেও অন্যদের থেকে বেশি।

🔥মানুষ তার থেকেই কোন কিছু কিনে যাকে সে বিশ্বাস করে। 

personal branding মানেই আপানার product বা business নিয়েই সুধু কথা বলবেন, তা নয়। আপনাকে আপনার পুরো industry নিয়ে কথা বলতে হবে।

🔥নিজের ব্যক্তিগত ভাবনা, অভিজ্ঞতা, ঞান share করতে হবে। বিভিন্ন issue অথবা সামাজিক অনেক বিষয় নিয়ে নিজের মতামত আর নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলতে হবে। 

🔥আপনার business এর পাশাপাশি আপনার নানা রকম ছোট খাটো বিষয় নিয়ে হতে পারে আপনার বাসার বিড়াল কি করল, আপনার পাশের বাসায় কি ঘটলো। এই সব ছোট ছোট ব্যাপারে যখন আপনি share করবেন তখন মানুষ আপনাকে বিশ্বাস করতে শুরু করবে। 

🥰 আর মানুষ আদিম কাল থেকেই ব্যাবসা কে না মানুষ কেই বিশ্বাস করে।


Leave a comment

Create a website or blog at WordPress.com

Design a site like this with WordPress.com
Get started