Time Management এর জন্যে The 4 Hour Work কতটা Effective? জেনে নিন।

4 hour work for time management

যেটা হতে চান সেটা হতে হলে Time Management যতটা জরুরী তার চেয়েও বেশি জরুরী হচ্ছে Hard Work এর সাথে Smart Work. 

Time management এর জন্যে অনেক অনেক steps বা tips রয়েছে, সব গুলো যে আপনার জীবনে কাজে আসবে তা নয়। কিছু কিছু জিনিস মানুষের এমন ভাবে কাজে আসে তা কাজ গুলো পরে বুঝা যায়।

এই ছোট কয়েকটা tips ফলো করে দেখতে পারেন কেমন কাজে আসে।

🔥 Define your goal: 

সবার জীবনেই একটা প্রধান লক্ষ্য থাকে, আশা করি আপনারও আছে। সে লক্ষ্য পূরনের জন্য বা টাকা আয় করার জন্যে মানুষ নানা ভাবে তার সময় নষ্ট করে থাকে। 

ধরুন আপনার হাতে সব কিছু বাদ দিয়ে সুধু মাত্র একটি কাজ করে আয় করার মত অপশন থাকতো,  তাহলে আপনি কি করতেন? 

আর আপনার লক্ষ্য পুরনের জন্যে সব থেকে বাঝে বা খারাপ অবস্থা কি কি হতে পারে?

এই প্রশ্নটি প্রতিদিন অন্তত ১০ মিনিট হলেও ভাবুন,  এতে আপনার লক্ষ্যটি মাথায় গেথে যাবে।

টাকা আয় করার জন্যে অনেক অপছন্দের কাজও করা লাগতে পারে আপনার জীবন বাচানোর জন্যে। আর এর ফাকে ফাকে আপনি time manage করেই আপনার লক্ষ্যের জন্যে দৌড়াবেন।

🔥 কিছু সময়ের জন্যে বাদ দিয়ে দিনঃ

আমরা সাধারণত অনেক গুলো কাজ একসাথে করতে চাই। নিজেকে আমরা ভাবি multi talented person. আসলে multi talented এক সাথে সব কাজ করে হয় না। 

আপনার কাজের জন্যে যেটা সব থেকে বেশি জরুরী সেটা আগে আজকেই করে ফেলুন, কালকের কাজগুলো আজকেই গুছিয়ে রাখুন। অপ্র‍য়োজনীয় কাজ গুলো বাতিল এর লিস্ট এ রাখুন। 

কাজের সময় অন্য কিছুকে না বলুন মানে অযথা ফোন চাপাচাপি। এক সপ্তাহের জন্যে সকল মিডিয়া থেকে দূরে থেকে প্রতিদিনের কাজ আগেই সেরে ফেলুন।

🔥 সব সময় চেষ্টা করবেন নিজের কাজের উপর নিজের চাপ কমাতেঃ

আপনি যদি নিজেই স্পব করতে চান তাহলে সারাজীবন নিজেকেই গাধার মত খাটতে হবে। তাই কাজ গুলো automation করার চেষ্টা করুন।

মানে নিজের কাজ গুলো অন্যকে দিয়ে করান। এতে আপনি নিজের প্রতি আরোও focused হতে পারবেন। পাশাপাশি অন্যরা আপনার জন্যে খেটে টাকা আয় করে দিচ্ছে।

🔥 দূর থেকে কাজ করাঃ

আপনার যদি সুযোগ হয় যে বাসা থেকে অফিসের কাজ করা, তাহলে সেটাই করুন। দূর থেকে কাজ করার একটা process বানিয়ে ফেলুন।

আপনার সহকর্মীদের সাথে যোগাযোগ ভালোভাবে বজায় রেখে, যাতে করে যেকোন জায়গা থেকেই আপনি আপনার বা অফিসের যেকোন কাজ করে ফেলতে পারেন।

সময় কতটা মূল্যবান এটা সুধু সফল মানুষরাই জানে, আর এই জন্যে আজ তারা সফল। আপনি আপনার জিবনকে কিভাবে চালাবেন সেটা একমাত্র আপনিই জানেন। এই ছোট ছোট steps গুলো apply করে অনেক মানুষই আজ সফল। 

এ গুলো ফলো করে আপনি আপনার কাজের সময় কমিয়ে এনে অন্য একটা কাজের দিকে focus করতে পারেন বা যে কোন মুল্যবান কাজে সময় দিতে পারেন।


One response to “Time Management এর জন্যে The 4 Hour Work কতটা Effective? জেনে নিন।”

  1. এই ৭টি Habits, যা আপনার জীবনকে সফল করতে সাহায্য করবে। – Rosebel Khan Avatar

    […] একটা ভালো article আছে। আপনি যদি চান তাহলে পড়ে দেখতে পারেন। আশা করি বিশাল উপকৃত […]

    Like

Leave a comment

Create a website or blog at WordPress.com

Design a site like this with WordPress.com
Get started